সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ দুরারোগ্য ব্যাধী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এখলাছুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট পৌরসভাস্থ নন্দিরাই গ্রামের নিজ বাড়িতে অবস্থানরত অসুস্থ সাংবাদিক এখলাছুর রহমানকে দেখতে যান কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ। এ সময় এখলাছুর রহমানের সান্নিধ্যে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ক্যান্সারে আক্রান্ত অসুস্থ এখলাছুর রহমানের সুস্থতার জন্য তার পরিবার ও প্রেসক্লাব সকলের কাছে দোয়া চেয়েছেন। সার্বক্ষণিক প্রেসক্লাব নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম সহ অনেকে চিকিৎসার খোঁজ খবর নেয়ায় তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT