আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক উল হক স্মরণীয় হয়ে থাকবেন…অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক উল হক  স্মরণীয় হয়ে থাকবেন…অ্যাটর্নি জেনারেল
দিনরাত ডেস্ক ঃ সিনিয়র আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, রফিক উল হক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তার এই চলে যাওয়া আইন অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করবে। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান সকলেই স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আজ এক শোক বার্তায় অ্যাটর্নি এসব কথা বলেন।

ব্যারিস্টার রফিক উল হক আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV