সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

ইরানের উপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাখাত
ইরানের উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তুাবটি প্রত্যাখাত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এছাড়া তেহরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি এক সম্মেলনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার (১৪ আগস্ট) নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটিতে শুধু মাত্র ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকান রিপালিক সম্মতি দেয়। ইরানের উপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার জন্য ৯টি দেশের ভোটের প্রয়োজন ছিল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দেশের মধ্যে এ দিন ১১টি রাষ্ট্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ছিল না।
রাশিয়া এবং চীন এবং ইরানসহ ছয় বিশ্ব শক্তির মধ্যে স্বাক্ষরিত ২০১৫ সালের পরমাণু সমঝোতার আওতায় ১৮ই অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার তীব্র বিরোধিতা করেছিল।
ভোটাভোটির আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়ে পরিষদে অনেক ব্যবধানে পরাজিত করার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার সুরক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জুন এক বিবৃতিতে জানান, একতরফাবাদ কোন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, আর এভাবেই তাদের শাসন ব্যর্থ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT