ওসমানীনগরে আমন রোপণে গতি, লক্ষ্যমাত্রা ৮৭ হাজার হেক্টর

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

ওসমানীনগরে আমন রোপণে গতি, লক্ষ্যমাত্রা ৮৭ হাজার হেক্টর

সুয়েব আহমদ ওসমানীনগর প্রতিনিধিঃ

 

বর্ষার মিষ্টি বৃষ্টিতে স্নিগ্ধ হয়ে উঠেছে বাংলার মাঠঘাট। চারদিকে দিগন্ত জোড়া সবুজের ঢেউ—যা আর কিছু নয়, আমন ধানের ক্ষেত। এই দৃশ্য যেন প্রকৃতির রঙতুলিতে আঁকা এক মনোমুগ্ধকর চিত্রপট। মাঠে চলছে চারা রোপণের ধুম, কোথাও আবার মাথা তুলতে শুরু করেছে ধান গাছ।

 

আমন ধান বাংলাদেশের অন্যতম প্রধান মৌসুমি ফসল। সারা দেশের কৃষকরা বর্ষাকালের পানি ব্যবহার করে এই ফসল চাষ করেন। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমন আবাদে উৎসাহিত হয়েছেন অধিকাংশ কৃষক। ফলে মাঠে ফিরেছে কর্মচাঞ্চল্য, বেড়েছে ফসলের প্রতি আগ্রহ।

 

সিলেটের ওসমানীনগর উপজেলার কৃষক খালিদুর রহমান  বলেন, “গত বছর বৃষ্টি কম থাকায় আমরা অনেকটা সমস্যায় পড়েছিলাম। কিন্তু এ বছর বৃষ্টির পানি ভালোভাবে পেয়েছি। তাই সময়মতো চারা রোপণ করতে পেরেছি। এবার ফলন ভালো হবে বলেই আশা করছি।”

 

উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা জানান, “এ পর্যন্ত ৬৯ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ চলছে। আমাদের এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা ৮৭ হাজার হেক্টর। আবহাওয়া সহায়ক থাকলে আমরা লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবো।”

 

তবে মাঠপর্যায়ের চাষিরা কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন। তাদের ভাষ্যে, সার ও উন্নত জাতের বীজের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পড়েছেন চাপে।

 

তবুও আশাবাদী কৃষকেরা। সবুজের এ সমারোহ তাদের মনে সোনালি স্বপ্ন বুনে দেয়। আবহাওয়া সহায়ক থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকসমাজ—যা দেশের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV