কানাইঘাটের সুরইঘাট বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

কানাইঘাটের সুরইঘাট বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ২টায় সুরইঘাট পশ্চিম বাজারে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও শিক্ষক ইমরান হোসেন চৌধুরী ও তারেক আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ৫নং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামাল উদ্দিন। বক্তব্য রাখেন সমাজসেবি হারিছ আহমদ, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, সদর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আ’লীগের সভাপতি তোতা মিয়া, সদর ইউপি বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মাষ্টার শফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সুরইঘাট বাজার শাখার এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী মাষ্টার আবুল কালাম, হাফিজ আবুল খায়ের। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী ও সুধিজনের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন ও উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উদ্যোগ নেন এর মাধ্যমে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তাদের নানামুখী ব্যাংকিং সেবার মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগনের দূগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে সীমান্তবর্তী সুরইঘাট বাজারে আউটলেট এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ইসলামী ব্যাংকের সব ধরনের সেবা এ অঞ্চলের মানুষের জন্য আরো সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইসলামী ব্যাংকে অনলাইন যাবতীয় সুযোগ সুবিধা সহ সব ধরনের লেনদেন সহজ করতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বিকাশিত করা হচ্ছে। অনুষ্ঠান শেষে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV