সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নয়াগ্রামের সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সম্মুখ রাস্তায় মোটর সাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল ১১টার দিকে পূর্ব আগফৌদ গ্রামের মৃত মতছিন আলীর পুত্র সুরইঘাট বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে সুরইঘাট বাজারে আসছিলেন। পথিমধ্যে সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ৪জন বহনকারী একটি বেপরোয়া মোটর সাইকেল জালাল উদ্দিনকে স্বজোরে ধাক্কা দিলে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দ্রুত তাকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়েছে। এদিকে দুর্ঘটনাকারী মোটরসাইকেল চালক স্থানীয় সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল হালিমের পুত্র রেজওয়ান সহ আরোহীরা দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে স্থানীয় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের নেতা তোতা মিয়া মোটর সাইকেলটি নিয়ে যায়। নিহতের স্বজনরা জানিয়েছেন, বেপরোয়াভাবে মোটর সাইকেল চালিয়ে জালাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। জানা যায়, চতুল ও ফালজুরের যৌথ মারামারির ডাক থেকে বেপরোয়াভাবে সাইকেল চালিয়ে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT