সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিন বেগম নামে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা । তারমধ্যে এক নবজাতকের মৃত অবস্থায় জন্ম হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসব ব্যাথা নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় দিকে স্বজনদের নিয়ে উপজেলার সোনাতুলাকান্দি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৩০) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে গাইনী বিভাগে তাৎক্ষণিক ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ, মেডিকেল অফিসার ডাঃ উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল টিম স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে জেসমিন বেগম তিন কন্যা সন্তানের জন্ম দিলেও তারমধ্যে এক নবজাতক মৃত জন্ম হয়। প্রসূতি মা জেসমিন বেগম সম্পূর্ণ সুস্থ থাকলেও জীবিত দুই নবজাতক কন্যা সন্তানের ওজন কম থাকায় তাদের উন্নত চিকিৎসা সেবার জন্য সিলেট ওসমানী মেডিকেলে কলেজে রেফার করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শরফ উদ্দিন নাহিদ বলেন, হাসপাতালে যখনই কোন গর্ভবতী মা প্রসব ব্যাথা নিয়ে আসেন তাদের সব ধরনের চিকিৎসা প্রদানের ব্যবস্থা আমরা করে থাকি, যাতে করে স্বাভাবিক ভাবে সন্তানের জন্ম হয়। জেসমিন বেগম প্রসব ব্যাথা নিয়ে আসার পর তার চিকিৎসা সেবা আমরা তাৎক্ষনিক প্রদান করি এবং তিনি তিন নবজাতক কন্যা সন্তানের জন্ম দেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT