সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌরসভার উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পৌর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি প্রশাসন চত্ত্বরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পৌরসভার নয়াতালুক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ পরবর্তী ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিপুল সংখ্যক মুসল্লী সহ সর্বস্তরের লোকজন মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। পরবর্তী সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT