কানাইঘাট পৌরসভার দেড় কিমি রাস্তার বেহাল দশা,দ্রুত মেরামতের দাবী~

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

কানাইঘাট পৌরসভার দেড় কিমি রাস্তার বেহাল দশা,দ্রুত মেরামতের দাবী~

দৈনিক সিলেটের দিনরাত
কানাইঘাট প্রতিনিধিঃঃ-

সিলেটের কানাইঘাট পৌরসভার প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। কানাইঘাট থানা পয়েন্ট হতে নন্দিরাই বাইপাস পর্যন্ত গাজী বুরহান উদ্দিন সড়কের অস্তিত্ব যেন বিলিন হয়ে গেছে। বিশেষ করে আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের গেইট হতে দারুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় আধ কিলোমিটার রাস্তা খালে পরিনত হয়েছে। গত বর্ষা মৌসুম থেকে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। এরপরে মাসের পর মাস পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এ স্থানটি এখন পর্যন্ত মেরামত করা হয়নি। গতকাল বৃস্পতিবার সরেজমিনে দেখা যায় গুরুত্বপূর্ণ এ সড়কে শুনশান নিরবতা। কেবল মাত্র টানা খরার কারনে মাঝে মধ্যে দু’একটি ট্রাক্টর কোনমতে কাঁদা ডিঙ্গিয়ে পাড়ি দিচ্ছে। এদিকে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় গেইট হতে নন্দিরাই বাইপাস পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা বছরের পর বছর বেহাল দশায় পড়ে আছে। এলজিডির পক্ষ হতে বছরে একবার গালা দিয়ে এ স্থানটি কার্পেটিং করা হয়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় এর স্থায়িত্ব থাকে মাত্র দু থেকে ৩ মাস। স্থানীয়রা জানান গুরুত্বপূর্ণ এ স্থানে নিম্ন মানের কাজ শেষ হতে না হতেই পাকাটি ভেঙ্গে পুর্ণরায় পূর্বের ন্যায় চলে যায়। এ সময় স্থানীয় বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা বলেন কানাইঘাট পৌরসভার সব চেয়ে জনগুরুত্ব পূর্ণ রাস্তাটি বেহাল দশায় পরিণত হওয়ায় চরম র্দূভোগ পোহাতে হচ্ছে এ এলাকার মানুষের। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হয় এ সড়ক হয়ে। বিশেষ করে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির একাংশ, সাতবাঁক, দিঘীরপাড়, কানাইঘাট সদর, বাণীগ্রাম, ঝিঙ্গাবাড়ী ও রাজাগঞ্জ ইউপি’র মানুষের কানাইঘাট থানা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি। এ ছাড়াও এ বেহাল সড়কের পাশে কানাইঘাটের প্রতিটি শিক্ষাপ্রতিষ্টান রয়েছে। কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা, কানাইঘাট সরকারী কলেজ, মনসুরিয়া মাদ্রাসা, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন থেকে উপজেলা প্রশাসনের প্রবেশ মুখ দারুল উলুম মাদ্রাসা হতে আল-রিয়াদ গেইট পর্যন্ত রাস্তা খালে পরিণত হওয়ায় সকল যাত্রীবাহী যানবাহন বন্ধ রয়েছে। যার কারনে কানাইঘাট বাজারের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যাই হোক দ্রুত এ রাস্তাটি মেরামতের জন্য এখানকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV