সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
মামুন চৌধুরী (কানাইঘাট থেকে) :: দাউদকান্দির মাইজপাড়া এলাকায় স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর সিআইপি।
গতকাল শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি তাদের জন্য কাজ করে যাচ্ছি। আমি মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। আমি পেটনীতি করতে চাই না। আমার ব্যক্তিগত তহবিল থেকেও আমি অসহায় মানুষের জন্য কাজ করছি। তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত আছি। আওয়ামীলীগ একটি পুরাতন রাজনৈতিক সংগঠন। আমি জাতির জনক বঙ্গবন্ধুর আওয়ামীগের একজন রাজনৈতিক কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জননেত্রী শেখ হাসিনা আমার আইডল। আমি তাকে অনুসরণ করে দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করছি।
পরিশেষে হেলেনা জাহাঙ্গীর কান্না জড়িত কন্ঠে বলেন,বিশ্ব-ইতিহাসে বঙ্গবন্ধুর মতো জাতীয়তাবাদী নেতার দৃষ্টান্ত বিরল। তিনিই বিশ্বের একমাত্র নেতা-যিনি জাতীয় পুঁজির আত্মবিকাশের আকাঙ্খা ও বাঙালির সম্মিলিত মুক্তির বাসনাকে এক বিন্দুতে মেলাতে পেরেছেন। এ কারণেই তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও আমাদের জাতির পিতা। সবার স্বপ্নকে তিনি একটি গ্রহণযোগ্য মোহনায় মেলাতে পেরেছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা সেলিম সরকার,সমাজ সেবক কামরুল ইসলাম গরিব,পৌর কাউন্সিলর সারোয়ার জাহান,বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, যুবলীগ নেতা হানিফ সরকার, কামরুল ইসলাম খাঁন ও রাসেল খান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT