কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এক বছর পূর্তি সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২০

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এক বছর পূর্তি সম্পন্ন

এস এম উমেদ আলীঃ সামাজিক দায়বদ্ধতা থেকে ১৩ই সেপ্টেম্বর ২০১৯ সনে ঈদুল আযহায় আমরা ক’জন দেশ ও প্রবাসের উদ্যমী যুবক “সকলের ঐক্য সেবাই মোদের লক্ষ্য” স্লোগান কে সামনে রেখে গঠন করি কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ’নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন!

বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে মানবিক আবেদনের আলোড়ন দেখতে পাই আমরা প্রায়শই। এই ফেসবুক থেকেই রক্তদান থেকে শুরু করে ফান্ড রাইজিং এর মাধ্যমে অসহায়দের পাশে দাড়ানোর এমন নজির এখন আর বিরল নয়।
আমাদের দিরাইয়ে গড়ে উঠেছে ফেসবুক কেন্দ্রিক অনেক সামাজিক সংগঠন,শুধু থানা ভিত্তিক নয় ইউনিয়ন পর্যায়ে ও রয়েছে এসব সামাজিক সংগঠন, যারা অসহায় মানুষের পাশে দাড়িয়ে সমাজের বিভিন্ন কার্যক্রম করে কুড়িয়েছে সর্বমহলে প্রশংসা। এমনই একটি ফেসবুক থেকে গড়ে ওঠা মানবিক সংগঠন,কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!
অল্প দিনেই দ্রুততম বেড়ে ওঠা সামাজিক সংগঠন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ দিরাই উপজেলার মধ্যে একটি জনপ্রিয় গ্রুপে পরিনত হয়েছে!

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের আজ এক বছর পূর্ণ হলো। গত বছরের এই দিনে এই সামাজিক সংগঠনটি ফেইসবুকে যাত্রা শুরু করে এবং নানান কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে চলছে লক্ষ্য পানে!

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ; বদলে দিতে চায় একটি জনপদের জীবনমান

সমাজের অনগ্রসর একটি জনপদকে সচেতনতা এবং সমাজের সকল ধরনের অসঙ্গতি তুলে ধরা ও সকল জনসাধারণ কে একটি প্লাটফর্মে আনতে ১ই অক্টোবর ২০১৯ সালে গড়ে তোলা হয় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!

ইউনিয়ন ও তার আশেপাশের অনগ্রসর এলাকায় সমাজ সচেতনতা আনা ও ফেসবুকের মাধ্যমে অত্র এলাকার সকল মানুষকে একটি নির্দিষ্ট প্লাটফর্মে এনে একটি তথ্য ভান্ডার হিসেবে জনগণ যাতে ইউনিয়নের সকল গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত এই ফেসবুক গ্রুপ থেকেই পায় সেই উদ্দেশ্যে অত্র গ্রুপের অবতারণা হয়!

ইতোমধ্যে অত্র ইউনিয়নের জনগণ এই গ্রুপ থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য জানতে পারছে এবং ইউনিয়নের মানুষ যারা এলাকায় থাকেনা এবং প্রবাসী ভাইয়েরা নিজ এলাকার খবরাখবর জানতে পারছেন। যা “আমাদের কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের সকল উপদেষ্টা, এডমিন এবং মডারেটরদের নিরলস প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে!

এত অল্প সময়ে এই গ্রুপের অর্জন অনেক, যার প্রমাণ গত কয়েক মাসে এলাকায় সামাজিক অনেক কার্যক্রম!

আমি আশাবাদী- অন্যায়, অবিচার, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সহিত এলাকার তরে কাজ করে যাবে প্রাণের সংগঠন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!

সমাজ যখন আত্ম-কেন্দ্রীকতায় ব্যস্ত, জীবন যেখানে স্বার্থের পিছু অবিরাম ছুটে চলছে, চারিপাশে যখন অনিয়ম আর বিশৃঙ্ক্ষলাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তখনো কিছু শুভ ভাবনা রয়েই যায়। হয়তো সময় ও বাস্তবতার নিরীখে সেই ভাবনা বা সমমনা মানসিকতাগুলো’কে একত্র করে অনুন্নত ইউনিয়নের উন্নয়ন কল্পে গড়ে ওঠে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!

২০১৯ সালের ১ অক্টোবর অনানুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু গ্রুপটির। কুলঞ্জ ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়!
এ আয়োজনটি সফল হওয়ায় অনুপ্রেরণা আরো বেড়ে যায়।শীত মৌসুমে কুলঞ্জ ইউনিয়নের অসহায় গরীব মানুষের পাশে দাড়ায় শীতবস্ত্র নিয়ে এ সামাজিক সংগঠন!

এরপরেই সারা বিশ্ব করোনার প্রকোপে আক্রান্ত!অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে শ্রমজীবী মানুষের! ঘরবন্দী শ্রমজীবীদের খাদ্য সংকট শুরু হয়, এ সংকটময় মুহুর্তে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কুলঞ্জ ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় মানুষদের মধ্যে! করোনায় বিগ বাজেটের খাদ্য সামগ্রী বিতরণ করে দেশ ও প্রবাসে আলোচনায় আসে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ, যা সর্ব মহলে হয় প্রশংসিত!

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে জারলিয়া গ্রামে ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয় একটি গভীর নলকূপ। প্রায় ২৫ টি পরিবার স্বচ্ছ পানি পান করতেছে এ নলকূপ থেকে!

অনুন্নত ভাটি অঞ্চল হিসেবে সুপরিচিত কুলঞ্জ ইউনিয়ন!দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত উন্নত টেকসই উন্নয়ন করতে উদ্দোগ নেওয়া হয় রচনা প্রতিযোগিতার!
উন্নয়নের জন্য প্রথমেই দরকার সৎ ও যোগ্য প্রার্থী, তাই প্রথমবার রচনা প্রতিযোগিতার বিষয় ছিল —-
কেমন হওয়া চাই জনপ্রতিনিধি ও ভোটারের করনীয়!

দ্বিতীয় পর্যায়ে বিগ বাজেটে যা উপজেলা পর্যায়ে ও কেউ করতে পারেনি রচনা প্রতিযোগিতার আয়োজন, তা করেছে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!
২য় পর্বে রচনা প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল—
প্রতি বছরই উন্নয়ন খাতে প্রচুর বরাদ্দ আসছে,কিন্ত আমরা পাচ্ছিনা তার সুফল,হচ্ছেনা কাংখিত উন্নয়ন।
ভাটি অঞ্চলের জন্য কেমন পরিকল্পনা গ্রহন করলে উন্নয়ন হবে এ ভাবনা নিয়ে সাজিয়ে লিখুন আপনি আপনার পরিকল্পনায়!কুলঞ্জ ইউনিয়নের উন্নয়নের উন্নতি কল্পে আরো অনেক পদক্ষেপ গ্রহন করবে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ- ইনশাআল্লাহ!

সামাজিক কার্যক্রমের পাশাপাশি বৃক্ষ রোপন, খেলাধুলায় ক্রিড়া সামগ্রী, কৃষকের ধান কাটা ও অসহায় পরিবারের চিকিৎসায় ও অর্থ প্রদান করা হয়, এছাড়াও মুমূর্ষ রোগীদের জন্য গ্রুপের পক্ষ থেকে রক্তদানের ব্যবস্থা করা হয়!

২য় পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ইনশাআল্লাহ অচিরেই তারিখ নির্দিষ্ট করে ঘোষণা করা হবে!
প্রতিষ্ঠা বার্ষিকী ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
স্মরণীয় করে রাখার জন্যে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ!
প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল মেসার্স ফুয়াদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসে গ্রুপের এডমিন মডারেটর ও সদস্যরা কেক কেটে প্রথম বার্ষিকী উৎযাপন করেন! ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আগ্রহ নিয়ে এমন সুন্দর একটি আয়োজন করেছেন!

যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ এগিয়ে চলছে লক্ষ্য পানে তাদেরকে জানাই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা!
এ গ্রুপটাকে আজকের এই অবস্থানে দাঁড় করানোর জন্য গ্রুপের উপদেষ্টা এডমিন ও মডারেটর সহ সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কথা ভাষায় প্রকাশ করার নয়!
মানবিক কাজে আপনাদের দান অনুদান ও শ্রমের প্রতিদান মহান আল্লাহ তায়ালাই দিবেন দুনিয়া ও আখেরাতে!

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!
শুভেচ্ছান্তেঃ কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ. দিরাই -সুনামগঞ্জ!

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV