সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
দিনরাত সংবাদ: শ্রীলঙ্কা গৃহযুদ্ধের সঙ্কটজনক পর্যায়ে পাকিস্তানের সহায়তার কথা স্মরণ করেছে ।
কলম্বোতে পাকিস্তান হাই কমিশনের বিদায়ী প্রতিরক্ষা উপদেষ্টা কর্নেল সাজ্জাদ আলি শুক্রবার সেনা সদর দফতরে চিফস অব ডিফেন্স স্টাফ ও সেনাবাহিনীর কমান্ডার লে. জেনারেল শাভেন্দ্র সিলভার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান। এ সময় তিনি শ্রীলঙ্কায় তার অবস্থানের দিনগুলোর কথা স্মরণ করেন এবং দুই দেশের সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সুন্দর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
লে. জেনারেল সিলভা তখন ২০০৯ সালের মে মাসের আগে ওয়ান্নিতে মানবিক অপারেশনের সঙ্কটজনক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী যে সমর্থন দিয়েছিলো সে কথা স্মরণ করেন।
শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও অন্যান্য বস্তুগত সহায়তা প্রদান এবং এই অঞ্চলের সত্যিকারের প্রতিবেশী হওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি।
Source কলম্বো গেজেট
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT