সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
সোহেল আহমদ বৃহত্তর জৈন্তিয়া প্রতিনিধিঃ
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২২, তারিখ ১৬/১০/২০২০। ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট থানাধীন ৯নং ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামে। এদিকে ২০ অক্টোবর ঘটনার ৪নং আসামী ছয়দুর রহমান আদালতে হাজির হয়ে জামিন চাইলে, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১০নং আমলী আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ফতেহপুর বাজার হতে বাড়ি ফেরার পথে ৯ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আবু বক্করের উপর। আসামীরা তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কিলঘুষি ও বিভিন্ন স্থানে লিলাফুলা জখম করে। একপর্যায়ে দুস্কৃতিকারীরা আবু বক্কর গুরুতর রক্তাক্ত জখম হন। আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপ দিলে তার বড়ো আঙ্গুল হাড্ডি সহ কেটে যায়। এসময় আবু বক্করের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তার সাথে থাকা ৩২ হাজার ৮শ টাকা নিয়ে পালিয়ে যায় আসামীরা।
এ ঘটনায় ৯ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন আবু বক্কর। মামলার আসামীরা হলেন, একই থানার লংপুর গ্রামের মৃত কলিম উল্লাহ ছেলে আলাউর রহমান, লুৎফুর রহমান, ফয়জুর রহমান, ছয়দুর রহমান, আলাউর রহমানের ছেলে আনোয়ার হোসেন, মৃত আব্দুর রহমান ছেলে আতাউর রহমান, ফয়েজ আহমদের ছেলে আল আমিন, রফিক আহমদের ছেলে কামাল আহমদ, মৃত সুনাই মিয়ার পুত্র আজমল আলী।
এদিকে মামলা তুলে নিতে মামলার বাদী আবু বক্করকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে আসামীরা। বর্তমানে তিনি কাটা আঙ্গুল নিয়ে অসহায়ত্বের মত দিনযাপন করছেন তিনি। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামীদের উপযুক্ত শাস্তি দিতে প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন আবু বক্কর।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT