গ্যাং এর জন্য জগন্নাথপুরে বুড়ো মিয়া

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

গ্যাং এর জন্য জগন্নাথপুরে বুড়ো মিয়া

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত “গ্যাং” নাটকে অভিনয় করতে বুড়ো মিয়া খ্যাত জয়নাল আবেদীন পলাশ রবিবার জগন্নাথপুর আসছেন।

Rongin Shopno ইউটিউব চ্যানেল এর পরিবেশনায় তরুণ নাট্যকার শাহজাহান মাহমুদ এর রচনা ও পরিচালনায় সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক “গ্যাং” এর শুটিং করার জন্য সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা বুড়ো মিয়া খ্যাত জয়নাল আবেদীন পলাশ ৪ ঠা এপ্রিল রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আসছেন। এই দিন তিনি জগন্নাথপুর উপেজলার বিভিন্ন জায়গা ও ছাতক উপজেলার ভাত গাঁও ইউনিয়ন এর অন্তর্গত হাসামপুর ও সিংচাপইড় ইউনিয়ন এর কামারগাঁও সহ বিভিন্ন জায়গায়
” গ্যাং ” নাটকে বিভিন্ন লোকেশনে শুটিং করবেন।
নাটকটির প্রযোজনা করছেন হাসামপুর গ্রামের মোঃ আকতার হোসেন ও আধুনিক ফ্যাশন শান্তিগঞ্জ বাজার, কামার গাঁও এর প্রোপাইটর সুজন মিয়া।
উক্ত নাটক প্রসঙ্গে জানতে চাইলে নাটকটির রচয়িতা ও পরিচালক মোঃ শাহজাহান মাহমুদ বলেন ,সম্পুর্ন ভিন্ন আঙ্গিকে আমি নতুন নাটক ” গ্যাং ” নির্মাণ করেছি।আশা করি নাটকটি অন্যান্য নাটকের মতো সবার কাছে ভালো লাগবে।তাই Rongin Shopno ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবার কাছে অনুরোধ রইলো।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV