চার মনিষী স্মরণে ক্যালেন্ডার করবে আল-করিম ফাউন্ডেশন বাংলাদেশ

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

চার মনিষী স্মরণে ক্যালেন্ডার করবে আল-করিম ফাউন্ডেশন বাংলাদেশ

 

 

স্টাফ রিপোর্টার:: আল-করিম ফাউন্ডেশন এবং দিরাই শাল্লা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আকবর আলী বলেছেন মজলিশে শুরার সিদ্ধান্তে বাংলাদেশের মুসলিম মিল্লাতের অবিভাবক চার মনিষীর স্মরণে এবার রমজানের ক্যালেন্ডার করার সিদ্ধাত নিয়েছে আল-করিম ফাউন্ডেশন বাংলাদেশে

যে চার মনিষীর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উনারা হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর মরহুম আল্লামা আহমদ শফি (র:),বৃহত্তর সিলেটের রাহাবার
খেলাফত মজলিসের সাবেক আমীর মরহুম মাওলানা হাবিবুর রহমান (র:), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সাবেক আমীর মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী (র:), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সাবেক আমীর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাছ(র:)।

সাকাল্লা সারাহু ওয়া জা’আলাল জান্নাতা মাসওয়াহ।আল্লাহ তা’লা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এবং আল-করিম ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে যেন আল্লাহ তায়া’লা কবুল করেন আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV