ছাতকে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আপন বড় ভাই সমুজ মিয়া’র হাতে ছোট ভাই পারভেজ মিয়া (৩৮) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে।

জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাই’র মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিলো। এক পর্যায়ে দুই ভাই স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধলে বড় ভাই সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV