সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে কৃষি পূর্ণবাসন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভর্তুকির মাধ্যমে ৮ জন কৃষক এর মধ্যে ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়েছে।
চলতি বোরো মৌসুমে কম সময়ে বেশী ধান কাটার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি পূর্ণবাসন কমিটির বাস্তবায়নে উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৭০ শতাংশ ভর্তুকির মাধ্যমে ৮ জন কৃষক এর মধ্যে ৬ ই এপ্রিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে ধান কাটার মেশিন ( কম্বাইন হারভেষ্টার) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, সাংবাদিক শংকর রায় ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর
বীরেন্দ্র প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে জগন্নাথপুরের বিভিন্ন গ্রামের ১০ জন কৃষক কে ৩১ লাখ টাকার মূল্যের ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। আজ ৮জনকে এই যন্ত্র দেওয়া হয়েছে।
চলতি বোরো মৌসুমে পাকাধান কাটতে এই মেশিনে স্থানীয়রা কৃষকরা খুবই উপকৃত হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT