সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে বই প্রদর্শনী ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ শহীদ গাজী পাঠাগার এর উদ্যোগে ৫ ই ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় বই প্রদর্শনী ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র পাঠাগারের সভাপতি মোঃ আবুল কাশেম আকমল এর সভাপতিত্বে ও কোষাধক্ষ্য আল আমীন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের ইংরেজী প্রভাষক মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের জগন্নাথপুর উপজেলা কেয়ারটেকার মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আব্বাছ আলী, পাঠাগারের উপদেষ্টা এডভোকেট আজমল হোসাইন, রানীগঞ্জ কলেজের গ্রন্থাগারিক মিছলুর রহমান, পাঠাগারের সহ-সভাপতি গোলাম রব্বানী আকাশ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আজীবন সদস্য আবুল খায়ের সুজা, নিজাম উদ্দিন সালেহী, সহ-কোষাধ্যক্ষ রেজাউল করিম, কার্যকরি পরিষদের সদস্য কবি জামাল শহীদ ও গ্রন্থাগারিক মো. কামরুল ইসলাম।
বই প্রদর্শনীতে কুবাজপুর নিবাসী কবি নূর ই সাত্তারের সদ্য প্রকাশিত তিনটি বই সহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থানীয় স্বনামধন্য লেখকদের প্রায় অর্ধশত বই প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT