জগন্নাথপুরে নৌকার সমর্থনে গনসংযোগ ও প্রচারণা মিছিল

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

জগন্নাথপুরে নৌকার সমর্থনে গনসংযোগ ও প্রচারণা মিছিল

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে নৌকা প্রতীক এর সমর্থনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি সিদ্দিক আহমেদ এর নেতৃত্বে গণসংযোগ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার নৌকা প্রতীক এর সমর্থনে ১ লা অক্টোবর বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি জগন্নাথপুর আওয়ামী পরিবারের অভিভাবক সিদ্দিক আহমেদ এর নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরে গণসংযোগ করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে সিদ্দিক আহমেদ বলেন, নৌকা মানে উন্নয়ন আর উন্নয়ন মানেই নৌকা। তাই আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ নির্বাচনে নৌকা কে বিজয়ী করে জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন কে ত্বরান্বিত করতে সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আবদুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন আহমেদ, আব্দুর রজ্জাক, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, কাউন্সিলর সুহেল মিয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন ব্যবসায়ী নুর আহমেদ, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ,ফরহাদ হোসেন ও জুহের আহমেদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।
পরে নৌকার সমর্থনে একটি মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV