জগন্নাথপুরে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

জগন্নাথপুরে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর এর কলকলিয়া বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরেরা প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার এর হাইস্কুল মার্কেটস্থ ব্যবসা প্রতিষ্ঠান শাহজালাল লাইব্রেরীর মালিক মোঃ আলী আকবর প্রতি দিনের ন্যায় গতকাল ২৮ শে অক্টোবর দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় ব্যবসা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে বাড়ীতে চলে যান। আজ ২৯ শে আগষ্ট সকালে বাজারে এসে দোকানে প্রবেশ করার সময় দেখতে পান সামনের দরজার দুটি তালা ভাঙা অবস্থায় বাসিন্দায় পড়ে রয়েছে। দরজা ধাক্কা দিয়ে দেখেন দোকানে রক্ষিত কম্পিউটার সেট সহ প্রায় ৬০ হাজার টাকা সমপরিমাণ মূল্যেট মালামাল চুরেরা নিয়ে গেছে।বিষয়টি তিনি বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাজার ব্যবসায়ীদের অভিহিত করেছেন। তবে কে বা কাহারা চুরি করেছে তা জানাযায়নি।
বাজার এর একাধিক ব্যবসায়ী এ ব্যাপারে তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে বাজারে পাহারাদার নেই। এই সুযোগ কাজে লাগিয়ে সামনের দরজার দুটি তালা ভেঙে চুরেরা দুঃসাহসিক চুরি করেছে।
কলকলিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম চুরি হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV