জগন্নাথপুরে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আওয়ামী লীগের সভা শনিবার

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

জগন্নাথপুরে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আওয়ামী লীগের সভা শনিবার

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে প্রার্থী বাছাই এর জন্য আগামীকাল সভা ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।
সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য আগামীকাল ৫ ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে সভা ডেকেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ। উক্ত সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারান সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া দৈনিক আগামীর সময় পত্রিকাকে জানান, জেলা কমিটির নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আমরা সভা ডেকেছি। নেতৃমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিত্বে মনোয়ন প্রত্যাশিদের নাম জেলা কমিটির নিকট পাঠানো হবে। এবিষয়ে কেন্দ্রীয় নির্বাচন মনোনয়ন বোর্ড চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২০২১ সালের ১৬ ই জানুয়ারী জগন্নাথপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV