জগন্নাথপুরে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন, সাত ব্যবসায়ীকে অর্থ দন্ড

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

জগন্নাথপুরে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন, সাত ব্যবসায়ীকে অর্থ দন্ড

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে লকডাউন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় সাত ব্যবসায়ীর কাছ থেকে ৭ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন কার্যকর করতে ১৪ ই এপ্রিল রোজ বুধবার প্রথম দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সৈয়দপুর বাজার ও জগন্নাথপুর বাজারে লকডাউন অমান্য করে দোকান পরিচালনা করায় সাত ব্যবসায়ীকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্ব পুলিশ দল দিনব্যাপী লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে মাঠে ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসা বলেন, প্রথম দিনে লকডাউন কার্যক্রম জগন্নাথপুরে সন্তোষজনক ভাবে পালিত হয়েছে। এরপরও যারা অমান্য করেছেন তাদের কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV