জগন্নাথপুরে শিক্ষকদের আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

জগন্নাথপুরে শিক্ষকদের আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে শিক্ষকদের আইসিটি দক্ষতা বিষয়ক দুদিন ব্যাপী দ্বিতীয় পর্যায়ে এর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩ রা এপ্রিল রোজ শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুদিন ব্যাপী দ্বিতীয় পর্যায়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার প্রশিক্ষক
আশীষ চক্রবর্তী, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, উপজেলা টেকনিশিয়ান প্রশিক্ষক অরূপ সরকার প্রমুখ। এর আগে গত ৩১ শে মার্চ বুধবার প্রথম পর্যায়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই পর্বের প্রশিক্ষণে ৬০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV