জগন্নাথপুরে সংবাদপত্র বিক্রেতা নিকেশের মা ক্যান্সার আক্রান্ত : সাহায্য কামনা

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

জগন্নাথপুরে সংবাদপত্র বিক্রেতা নিকেশের মা ক্যান্সার আক্রান্ত : সাহায্য কামনা

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরের সংবাদপত্র বিক্রেতা নিকেশ বৈদ্যের মা সাবিত্রী রানী বৈদ্য (৮৫) মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত। তাঁহার উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁর এই চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবানদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন নিকেশ বৈদ্য।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রাম নিবাসী জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্যের মা সাবিত্রী রানী বৈদ্য (৮৫) দীর্ঘ দিন ধরে ভূগছেন। সম্প্রতি চিকিৎসার জন্য তাঁকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা হলে ডাক্তারী পরীক্ষায় তাঁহার কিডনী ও খাদ্যনালীতে সমস্যা সহ জরায়ূতে মরনব্যাধী ক্যান্সার রোগ ধরা পড়েছে। তাঁহার উন্নত চিকিৎসার প্রয়োজন। এই মাকে বাঁচাতে তার ছেলে নিকেশ বৈদ্য দেশ- বিদেশে অবস্থানরত সকলের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আহবান জানিয়েছেন।
রোগাক্রান্ত মা সাবিত্রী রানী বৈদ্যের ছেলে সংবাদপত্র বিক্রেতা নিকেশ বৈদ্য মিনতী ভরা কন্ঠে বলেন, আমার সামান্য আয় দিয়ে পরিবারের ভরন পোষণ ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে গত মার্চ থেকে জগন্নাথপুর উপজেলাতে পত্রিকা বিক্রি বন্ধ রয়েছে।ফলে মায়ের চিকিৎসার খরচ চালাতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার মা বাচঁতে চায়। আমার মাকে বাঁচাতে আপনারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন যার তৌফিক যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করুন।
সাহায্য পাঠানোর জন্য নিকেশ বৈদ্য যোগাযোগ নাম্বারঃ বিকাশ# ০১৭১৪-৯১১৯৭২

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV