সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
তিন বছর এর সাজাপ্রাপ্ত পলাতক ১ আসামী ও সংঘর্ষের প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ শাজাহান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ৩০ শে আগষ্ট বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের জালালপুর এলাকার বাসিন্দা আশিকুর রহমান এর ছেলে আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিয়াউর রহমান(২১)কে গ্রেফতার করেন। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে বলেন , গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী জিয়াউর রহমান(২১) কে আজ সোমবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
অপর দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রাম নিবাসী ছইল মিয়া পক্ষ ও হাবিবুর রহমান হবি পক্ষের লোকজন এর মধ্য ৩০ শে আগষ্ট সন্ধ্যার পর থেকে সংঘর্ষের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ এর নেতৃত্বে এক দল পুলিশ রাত ১০ ঘটিকার দিকে ঘটনাস্থল বড় মোহাম্মদপুর গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে উভয় পক্ষের হাবিবুর রহমান হবি, বেলাল উদ্দিন, ছইল মিয়া, নাহিন মিয়া ও আব্দুল হাইকে গ্রেপ্তার করার পাশাপাশি সংঘর্ষে জড়ানোর মতো দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃতদের আজ ৩১ শে আগষ্ট সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, পূর্ব বিরোধ কে কেন্দ্রে করে ছইল মিয়া ও হাবিবুর রহমান হবি পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিয়েছে আমরা এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনত সক্ষম হই। এ ঘটনায় বিপুল পরিবার দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৫জন কে আটক করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT