জগন্নাথপুরে হযরত টেকই শাহ (রঃ) এর মাজার শরীফে উরুস মোবারক ১৫ই ফাল্গুন

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

জগন্নাথপুরে হযরত টেকই শাহ (রঃ) এর মাজার শরীফে উরুস মোবারক ১৫ই ফাল্গুন

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি :: পীরে কামিল হযরত টেকই শাহ (রঃ) এর মাজার শরীফে বাৎসরিক উরুস মোবারক ১৫ই ফাল্গুন অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী মোকাম বাড়ীস্থ পীরে কামিল হযরত মাওলানা টেকই শাহ (রঃ) এর মাজার শরীফে ১৫ ই ফাল্গুন (২৮ শে ফেব্রুয়ারী ২০২১ ইং) দিবাগত-রাত বাৎসরিক উরুস মোবারক অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পী বৃন্দ পীর আউলিয়ার শানে গান পরিবেশন করবেন। উক্ত উরুস মোবারকে ভক্ত – আশেকান বৃন্দ উপস্থিত থাকার জন্য মাজার কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV