জগন্নাথপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদ প্রার্থী “বাবলী বেগম

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

জগন্নাথপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদ প্রার্থী “বাবলী বেগম

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী মোছাঃ বাবলী বেগম জনসংযোগ করেছেন।
সমাগত ২০২১ সালের ১৯ শে জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের (সংরক্ষিত মহিলা আসন) সম্ভাব্য নারী কাউন্সিলর পদ প্রার্থী মোছাঃ বাবলী বেগম নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।গত ৪ ঠা ডিসেম্বর রোজ শুক্রবার থেকে তিনি সংরক্ষিত ওয়ার্ড গুলোর ইকড়ছই, জগন্নাথপুর বাজার এলাকা, হবিবনগর, শেরপুরসহ বিভিন্ন স্থানে প্রচারনা শুরু করেছেন। আজ ৯ ই ডিসেম্বর জনসাধারণের সাথে কোশল বিনিময় করার পাশা-পাশি নির্বাচনে সকলের দোয়া, ভালবাসা ও ভোট প্রার্থনা করেছেন।
তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ রোমন মিয়ার স্ত্রী।সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী বাবলী বেগম বলেন, অবহেলিত নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সেই লক্ষ্যে মাঠে কাজ করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV