সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

দৈনিক দিনরাত:
সিলেটের জৈন্তাপুরে ও হবিগঞ্জের মাধবপুরে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন ৩ জন।
সিলেটের জৈন্তাপুর থেকে ৯৬২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার নাম সাইদুল ইসলাম ( ২২)। সে জৈন্তাপুরের ভিতরগ্রামের নুরুল ইসলামের ছেলে। সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯৬২ পিস ইয়াবাসহ সাইদুল ইসলামকে আটক করে র্যাব সদস্যরা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিরবাজার থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এবং একই গ্রামের দুধ মিয়ার ছেলে নাসির মিয়া(৪৫)।
আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদ আলম জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়।
সংগ্রহীত
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT