সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
দিনরাতডেস্ক ঃসিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনে বিপিসির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। বেশ কিছুদিন থেকে সিলেটে জ্বালানি তেলের সংকট চললেও বিপিসি পেট্রোলিয়াম সরবরাহকারী তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে শুধুমাত্র যথাসময়ে জ্বালানি পৌঁছে দিতে বলেছে। তার তুলানায় সিলেট গ্যাস ফিল্ডের বন্ধ থাকা ফ্রাকশনেশন প্ল্যান্টগুলোতে পেট্রোলিয়াম উৎপাদনের বিষয়টি বিবেচনা অনেক বেশি কার্যকর বলে মন্তব্য করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী।
সিলেট অঞ্চলে জ্বালানি তেল সংকট নিরসনে গত ২২ ফেব্রুয়ারি এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। এসময়ের মধ্যে সংকটের সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারি রোববার থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দেন। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিপিসি বেসরকারি তিনটি প্রতিষ্ঠানকে শ্রীমঙ্গল ও মোগলাবাজার ডিপোতে সড়কপথে ট্যাংকলরিযোগে অকটেন ও পেট্রোল প্রেরণে নির্দেশ প্রদান করে। তবে, এভাবে দেয়া জ্বালানি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল উল্লেখ করে সংকট সমাধানে সিলেট গ্যাস ফিল্ডের বন্ধ থাকা পেট্রোলিয়াম উৎপাদন আবারো শুরু করার ব্যবস্থা নিতে পারে বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে গত প্রায় ৫ মাস থেকে সিলেট অঞ্চলের সরকারি কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট সমূহের পেট্রোলিয়াম উৎপাদন বন্ধ হয়ে আছে। সরকারি প্রতিষ্ঠানের তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের তিনটি বেসরকারি প্রতিষ্ঠান অকটেন ও পেট্রোল সরবরাহের দায়িত্ব পায়। প্রতিষ্ঠান তিনটি সুপার পেট্রোকেমিক্যাল, পেট্রোম্যাক্রা রিফাইনারি এবং এ্যাকোয়া রিফাইনারি চুক্তি অনুসারে দেশের যেকোনো ডিপোতে চাহিদা অনুসারে জ্বালানি তেল সরবরাহ করবে।
বাংলাদেশ রেলওয়ের ওয়াগন দুর্ঘটনা এবং ওয়াগন সংকটে সিলেটে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হয়। এর প্রেক্ষিতে জ্বালানি তেল ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। তারা গত ২২ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসনের সাথে সভা করে ১ সপ্তাহের মধ্যে সংকট নিরসন না করলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দেন। এরপর, পেট্রোলিয়াম কর্পোরেশন একটি চিঠির মাধ্যমে তিনটি বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল, পেট্রোম্যাক্রা রিফাইনারি এবং এ্যাকোয়া রিফাইনারিকে শ্রীমঙ্গল ও মোগলাবাজার ডিপোতে সড়কপথে ট্যাংকলরিযোগে অকটেন ও পেট্রোল প্রেরণের নির্দেশ প্রদান করে। চিঠিতে তারা উল্লেখ করেন, শর্তানুসারে কোম্পানি গুলোকে চাহিদা অনুসারে দেশের যেকোনো ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করতে হবে। শুধুমাত্র এ্যাকোয়া রিফাইনারি ছাড়া পেট্রোম্যাক্রা রিফাইনারি এবং সুপার পেট্রোকেমিক্যাল এখনও পর্যন্ত বিপিসি’র নির্দেশনা বাস্তবায়ন করেনি। তারা প্রতিষ্ঠান দুটিকে আবারো সিলেট অঞ্চলের ডিপোতে অকটেন ও পেট্রোল পৌছে দেয়ার অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর খামখেয়ালিপনার কথা উল্লেখ করে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, একটি বিভাগীয় শহরে ১০দিন অকটেন পাওয়া যায় না, এই অবস্থা ভাবাই যায় না। এখন তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ে জ্বালানি পৌছে দিতে বলছে। কিন্তু সিলেট গ্যাস ফিল্ডের পেট্রোলিয়াম উৎপাদন ব্যবস্থা চালুর উদ্যোগ নিলে বরং কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান আসতো বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT