সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ তাহিরপুরে অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবীতে মুক্তিযোদ্ধাবৃন্দ তাহিরপুরের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত। রবিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সম্মূখে অনুষ্টিত মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ অংশ নেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তাহিরপুরের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী ও সহসভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া জানান, গত ১৭ জানুয়ারী/২১ তারিখে তাহিরপুর উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলার ৭ জন অমুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রী ঢাকা বরাবরে দাখিল করা হলে উক্ত অভিযোগটি ৩০ জানুয়ারী তারিখে যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক ৩০ জুনায়ারী/২১ তারিখে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে গণশুনানীতে প্রকাশ্যে অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাইয়ের সময় প্রকাশ্যে তাদের পক্ষে কোন স্বাক্ষী প্রমাণ পাওয়া যায়নি।অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধারা হলেন,আব্দুল মজিদ(নয়ানগর),তাজুল ইসলাম(পৈলনপুর),আব্দুল কাদির(মানিগাঁও),আব্দুল মন্নান(ব্রাম্মনগাঁও),জলিল খাঁন(বড়ছড়া),মতিউর রহমান(নাগরপুর),আব্দুল মন্নান(পৈন্ডুপ)।
মানববন্ধনে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রৌজ আলী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী,সহ সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া,এমদাদ নূর প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বিগত ৩০ জানুয়ারী/২১ইং তারিখে প্রকাশ্যে গণশুনানীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানাচ্ছি। বক্তারা আরো বলেন, বিগত ২০১৭ সালের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিও অভিযুক্তদের বিরুদ্ধে বাতিল ও দ্বিধা বিভক্তি রিপোর্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT