তাহিরপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

তাহিরপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ৩৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫কেজি বীজ,২০ কেজিডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসান-উদ-দৌলার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু মো. সালেহ উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV