সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

দিনরাত সংবাদ:
গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র বলে ঘোষণা দিয়েছেন তুর্কি ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান দেভলেট বাহচেলি। শুক্রবার নিউজ খালেজি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বাহচেলি বলেন, ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরে আমাদের ঐতিহাসিক দাবি থেকে পিছু হটা অসম্ভব। মনে হচ্ছে গ্রিসের খিধে আবারো বাড়ছে। ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরে যুদ্ধ এখন সময়েরর ব্যাপার মাত্র।
তিনি বলেন, গ্রিসের পরিকল্পনা হলো আবারো আমাদের ভূমি দখল করা। যেখান থেকে ৯৮ বছর আগে আমরা তাদের ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। নতুন দখলদারিত্বের পরিকল্পনা মোকাবিলা করছি আমরা।
তুরস্কের ক্ষমতাসীন দলের জোটসঙ্গী দেভলেট বাহচেলি বলেন, যুদ্ধ, সংঘাত, রক্তপাত বাড়বে কি কমবে, তা গ্রিসের আচরণের উপর নির্ভর করছে।
তুরস্ক এবং গ্রিসের মধ্যে ভূমধ্যসাগরের সীমানা এবং সেখান থেকে হাইড্রোকার্বন সংস্থান নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা দেন, তুরস্কের সঙ্গে উত্তেজনা নিরসনে আলোচনায় প্রস্তুত গ্রিস। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে এথেন্স।
গ্রিসের অস্বীকারের বিষয়ে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, এথেন্স প্রথমে আলোচনায় রাজি হয়। পরে না করে দেয়। মূলত মিথ্যাচার করছে গ্রিস, ন্যাটো প্রধান নয়। গ্রিস আবারো প্রমাণ দিলো তারা আলোচনার পক্ষে না।
এর আগে, গ্রিস ও তুরস্কের মধ্যে আলোচনা বিষয়ে ন্যাটো প্রধান বলেন, আমরা বিশ্বাস করি, সংঘাত নিরসন প্রক্রিয়া শুরুর জন্য অবশ্যই কৌশলগত অলোচনা জরুরি। এখনো পর্যন্ত কোনো চুক্তি সই হয়নি। আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT