সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
জাকারিয়া হোসেন জোসেফঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে বাড়ি সীমানা নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত হরমান খান (৫০), মারাজ খান (২৮) ও আব্দুল মনাফ (৪৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছৈদ উল্লাহ (২৫), তামজিদ(১৭) ও দুলাল(৩৫)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার পুকিডহর গ্রামের আরজু খান ও একই গ্রামের ফিরোজ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ৬ জনই আরজু খানের পক্ষের। আহতদের মধ্যে হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বাগতম জানান, হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ছৈদ উল্লাহ, তামজিদ ও দুলালকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ডা. স্বাগতম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফের শরীরে আগ্নেয়াস্ত্রের গুলির চিহ্ন রয়েছে।
দিরাই থানার ওসি মো. আশরাফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কিনা নিশ্চিত নয়। ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT