সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
মোঃ সোহেল আহমেদ (মিন্টু)ঃ
দোয়ারাবাজার উপজেলায় শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী “জাতীয় শোক দিবস-২০২০”পালিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রহিম,বীরপ্রতীক আব্দুল হালিম,বীরপ্রতীক আব্দুল মজিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ,অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফর আলী,দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ প্রমুখ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রহিম। আলোচনা সভার শুরুতে নিরবতা পালন,বঙ্গবন্ধুসহ ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং বিভিন্ন প্রতিযোগিতা অংস গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT