সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল চারটায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজার খলিল মার্কেটে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক পরিষদের আহবায়ক সোহেল আহমদ মিন্টু’র সভাপতিত্বে এবং পরিষদের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও আলিম উদ্দিন পলাশের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান খলিল,কেন্দ্রীয় খেলা ঘর আসর সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সদস্য, ডাঃ দেলোয়ার হোসেন দীপু, লক্ষীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম জহির, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম রতন, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের, বাংলাবাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, শিক্ষক জসীম উদ্দীন দুর্জয় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন দোয়ারাবাজার শাখার সহসভাপতি শাহাদাত হোসেন শ্রাবণ, তারুণ্যের প্রতীক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাছান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড নেতা ইয়াকুব আল তামিম, সচেতন নাগরিক পরিষদের সদস্য সফর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইব্রাহীম খলিল। আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান অপরিসীম।
তাদেরকে সবকিছুর উর্ধ্বে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে লক্ষীপুরের প্রস্তাবিত খাসিয়ামারা সেতু মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ এবং বাংলাবাজারে মুক্তিযোদ্ধা তোরণ নির্মাণের দাবি জানান। এর আগে দেশের প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT