ধর্মপাশায় উঠছে গ্যাস, জ্বলছে আগুন

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

ধর্মপাশায় উঠছে গ্যাস, জ্বলছে আগুন

 

অমৃত জ্যোতি,ধর্মপাশা প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বালিয়া গ্রাম সংলগ্ন পিছনের নদী থেকে “উঠছে গ্যাস,জ্বলছে আগুন”। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে Ankon Talukder নামের ফেসবুক আইডি থেকে ।এবং
স্হানীয় ব্যাক্তি দুলাল সরকার জানান আমাদের বাড়ির পেছনে গোমাই নদীর প্রশাখায় পানি কম থাকায় বাচ্চা খেলা করে থাকে।২রা এপ্রিল শুক্রবার বিকেলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটে যার আগুন বর্তমানে চলমান।পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান নিশ্চিত করে বলেন, গ্রামবাসী আমাকে আজ শনিবার সকালে জানিয়েছেন।আমি গ্যাস ফিল্ড ও স্থানীয় প্রশাসন কতৃপক্ষকে অবগত করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV