নগরীতে তিন ছিনতাইকারী আটক, সিএনজি সহ মালামাল আটক

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

নগরীতে তিন ছিনতাইকারী আটক, সিএনজি সহ মালামাল আটক

গত ৪ সেপ্টেম্বর এসএমপির জালালাবাদ থানা পুলিশ চামাউড়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী আটক করেছে ।

আটককৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার শাহপুর গ্রামের সুরুজ আলীর ছেলে মিজান, বিশ্বনাথ উপজেলার ইসলাম গাও গ্রামের হাজী নজিব উল্লাহর ছেলে জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের ছিকন্দর আলীর ছেলৈ ইকবাল হোসেন ।

এসএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছিনতাইকারীদের হতে ছিনতাই হওয়া ১টি ডিএসএলআর ক্যামেরা ও ১টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১ টি সিএনজি উদ্ধার করে পুলিশ ।

আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয় । মামলা নং-০৯ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV