সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

কানাইঘাট প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নিসচার কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, নিসচা’র কানাইঘাট শাখার সহ সভাপতি সাংবাদিক আব্দুন নুর, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেন, কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। সড়ক দুর্ঘটনায় কমিয়ে আনতে এবং সড়ক আইন যুগোপযোগী করার জন্য দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সরকারের কাছে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে আসছিলেন। তারই প্রেক্ষিতে বর্তমান সরকার ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক চাই দিবস ঘোষণা করেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক সহ সবাইকে আরো সচেতন হতে হবে, সবাই ট্রাফিক আইন ও সড়ক পরিবহন আইন মেনে চলাফেরা করলে মৃত্যুর হার কম সহ সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT