সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত:
~
ভূমধ্যসাগরে তুরস্ক ও গ্রিসের চলমান বিরোধ নিয়ে শিগগিরই আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে দু’দেশ। রোববার (২০ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চলতি সপ্তাহে একই ইস্যুতে আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
আঙ্কারা জানিয়েছে, তারা যদি নিষেধাজ্ঞার মতো কোনো বিষয় চিন্তা করে থাকে বা নিষেধাজ্ঞার হুমকি দেয় তাহলে তাদের হুঁশিয়ারি কোনো কাজেই আসবে না।
পূর্ব ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। উভয় প্রতিবেশী দেশই সামরিক জোট ন্যাটের সদস্য। সম্প্রতি গ্যাস এবং তেল অনুসন্ধানের জন্য তুরস্ক জাহাজ পাঠানোর পরই দু’পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতির তৈরি হয়।
তুরস্কের এ পদক্ষেপকে বেআইনি এবং বলপ্রয়োগ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইউরোপীয় দু’দেশ গ্রিস এবং সাইপ্রাস। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আলোচনায় বসবে ইউরোপীয় নেতারা।
গেলো সপ্তাহে আঙ্কারা তাদের অনুসন্ধানী জাহাজ প্রত্যাহার করে। বলা হয়, জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে অ্যাথেন্সের সঙ্গে উত্তেজনা নিরসেন কূটনৈতিক সুযোগ তৈরির জন্য এ পদক্ষেপ বলেও জানায় আঙ্কারা।
তুর্কি প্রেসিডেন্টর মুখপাত্র ইবরাহিম কালিন দোগান নিউজ এজেন্সিকে বলেন, আলোচনার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। আবারো আলোচনা শুরু হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT