সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ” বন্ধন ফাউন্ডেশন ” এর পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে রমজান এর উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত স্বনামধন্য আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” বন্ধন ফাউন্ডেশন ” এর সদস্যরা এই সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা -সংস্কৃতিতে নানামুখী অবদান রাখার পাশা-পাশি দুস্থ, সহায় সম্বলহীন ও হতদরিদ্র মানুষকে নানা ভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। এমনকি গত বছরের বন্যা কবলিত সময়ে ও বিশ্বায়ীত চলমান করোনাকালীন সংকটময় মুহূর্তে হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করছেন। এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান মাসে দুস্থ সহায় সম্বলহীন মানুষকে সহযোগিতা করার প্রত্যয়ে “বন্ধন ফাউন্ডেশন” এর পক্ষ থেকে বন্ধন ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ দুলাল আহমেদ ১০ ই এপ্রিল রোজ শনিবার অত্র ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে ৭০ টি পরিবারের জনসাধারণের মাঝে রমজান এর উপহার নগদ অর্থ বিতরণ করেছন।
এ সময় উপস্থিত ছিলেন,বন্ধন ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ দুলাল আহমেদ, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ সাদিকুর রহমান নান্নু,মোঃ জাহেদুজ্জামান সুয়েব, মোঃ আবু তাহের, মোঃ জহিরুল ইসলাম লেবু, মোঃ রাহীম হোসাইন, মোঃ আনোয়ার হোসেন শিপু ও মোঃ আব্দুল বাছিত টিপু।
বাংলাদেশে বর্তমানে অবস্থানরত ফ্রান্স প্রবাসী বন্ধন ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ দুলাল আহমদ বলেন, আমাদের সংগঠন এর সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধন ফাউন্ডেশন এর পক্ষ থেকে হতদরিদ্র ৭০ টি পরিবারের মাঝে রমজান এর উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করেছি। সংগঠন এর প্রতিষ্ঠালগ্ন থেকে সামর্থ্য অনুযায়ী মানবিক উন্নয়নে কাজ করে আসছি। অদূর ভবিষ্যতেও এরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প রয়েছে। তিনি আরও বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই রমজানুল মোবারক এর শুভেচ্ছা।
বন্ধন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ইতালী প্রবাসী কাওছার আহমেদ বলেন, পিছিয়ে পরা হতদরিদ্র মানুষের কল্যানের তাগিদেই কাজ করার অভিপ্রায় নিয়েই আমাদের সংগঠন । হতদরিদ্র পরিবারের মানুষের মাঝে রমজান এর উপহার নগদ অর্থ প্রদান তারই একটি অংশ বলে জানান তিনি।
বন্ধন ফাউন্ডেশন এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু সুফিয়ান সুজন বলেন, আমরা প্রবাসে থাকলেও সব সময় প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য কিছু করার তাড়না অনুভব করি। তাই আমরা প্রবাসে বসবাসরত আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সহপাঠীরা ” বন্ধন ফাউন্ডেশন ” নামক সংগঠন এর মাধ্যমে মানবিক উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।আমাদের সংগঠন এর পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মানবিক উন্নয়ন কাজ করে আসছি। সবসময় এই সংগঠনটি মানবিক সহায়তা নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যেতে চায় উল্লেখ করে সভাপতি আবু সুফিয়ান সুজন সবাইকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানান এবং সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT