সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত:
~
তাইওয়ান প্রণালীতে ১৮টি চীনা বিমানের মহড়া চলাকালে বেশ কয়েকটি জঙ্গি বিমান ধ্বংস করে দিয়েছে তাইওয়ান। ধারণা করা হচ্ছে চীনকে জবাব দেওয়ার জন্যই এ বিমানগুলো ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৮টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মিডলাইনের ওপর দিয়ে উড়ে যাওয়ায় বেশ কয়েকটি বিমান ধ্বংস করা হয় বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন।
চীনের এসব বিমান তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর মধ্যরেখা অতিক্রম করেছিল। তাইপেতে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার আলোচনার প্রেক্ষাপটে এই মহড়ার আয়োজন করেছিলো চীন। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার নিন্দা জানিয়ে এই যুদ্ধ মহড়ার ঘোষণা দেয় চীন।
টুইটারে ইংরেজি ভাষার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুটি এইচ-৬, আটটি জে-১৬, চারটি জে-১০ এবং চারটি জে-১১ জঙ্গি বিমান তাইওয়ান প্রণালীর মিডলাইন পার হয়ে তাইওয়ানের দক্ষিণপশ্চিমের এডিআইজেড (এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন)-এ প্রবেশ করেছে।
এই চীনা জঙ্গিবিমানগুলো যে পথ দিয়ে উড়ে গেছে তার একটি মানচিত্র দেখিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়। বিমানগুলো তাইওয়ানপ্রণালী মিডলাইন পেরোনোরও প্রমাণ দিয়েছে তারা। সাধারণত কোন পক্ষেরই জঙ্গি বিমান এই মিডলাইন পেরোয় না। কিন্তু এবার তাইওয়ানের ভাষ্যমতে, চীন সেখানে অনেকগুলো জঙ্গি বিমান উড়িয়েছে।
তাইওয়ানের লিবার্টি টাইমস নিউজপেপার বলেছে, চীনের জঙ্গিবিমানগুলোকে দূরে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে তাইওয়ানের জঙ্গিবিমানগুলো শুক্রবার সকালে ৪ ঘণ্টা ধরে ১৭ বার আকাশে চক্কর দিয়েছে। তাছাড়া তাইওয়ানের পূর্ব উপকূলের হুয়ালিয়েন বিমান ঘাঁটিতে এফ-১৬ জঙ্গিবিমানে ক্ষেপণাস্ত্র ভরার একটি ছবিও ছাপিয়েছে পত্রিকাটি।
তিন দিনের সফরে বৃহস্পতিবার তাইপেতে পা রাখেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি কেইথ ক্রাচ। গত চার দশকের মধ্যে তাইওয়ান সফরে আসা সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হলেন তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রেসিডেন্ট লি টেং হুইয়ের স্মরণানুষ্ঠানে অংশ নিতে তাইওয়ানে গেছেন ক্রাচ। লিকে তাওয়ানের গণতন্ত্রের জনক বলে আখ্যায়িত করা হয়।
তবে এ ঘটনার প্রয়োজনীয় জবাব দেয়া হবে বলে জানিয়েছে চীন।
সুত্র:ডন
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT