বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক ‘তুরাব চত্ত্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক ‘তুরাব চত্ত্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধিঃ

২০২৪ এর জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক আবু তাহের তুরাব এর স্মরণে ‘তুরাব চত্বর’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকালে বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিয়ানীবাজার পৌরসভার হলরুমে উপজেলা নাগরিক কমিটির আয়োজনে শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন জুলাই বিপ্লব শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাবের মত সাহসী সাংবাদিকের রক্তের উপর দাড়িয়ে সফল হয়েছে। তাই এই সাফল্যকে ধরে রেখে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যের বিকল্প নেই।

তিনি বক্তব্যে আরো বলেন, ফ্যাসিজম বিরোধী আন্দোলনের পর নতুন করে কেউ যাতে এই পন্থা ফিরিয়ে আনতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানে অনিয়ম-দূর্ণীতি, চাঁদাবাজি সেখানে প্রতিবাদ করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর। দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী ও তানভির এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুর।

উল্লেখ্য, গত বছরের ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রহীমের ছেলে।

দোয়া ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফউজ্জামান, ইমজার সাবেক সভাপতি মইন উদ্দিন মঞ্জু, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুন্সী ইকবাল, প্রধান আলোকচিত্রি হুমায়ুন কবির লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের আহবায়ক মোস্তফা উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর আমীর কাজী জমির হোসাইন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান, দৈনিক মানব জমিনের বিয়ানীবাজার প্রতিনিধি মিলাদ মো. জয়নুল ইসলাম, সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারী সেলিম উদ্দিন প্রমুখ।

দোয়া ও আলোচনা শেষে শহীদ তুরাবের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV