সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধি ঃ
বিয়ানীবাজার উপজেলায় মুক্ত বাতাস মিডিয়ার আত্মপ্রকাশ। দীর্ঘ ১বছরের পথচলা। ২০২০ সালের ১ এপ্রিল যাত্রা শুরু হয়। ২০২১, ১ এপ্রিল এক বছরে পদার্পণ করে। এ উপলক্ষে মিডিয়া ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ও কার্যালয় উদ্বোধন করে।
বারইগ্রাম বাজার লাল মাটিতে অনুষ্ঠান ও কার্যালয় প্রধান অতিথি সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী
আলহাজ্ব শামছুদ্দিন বানীগ্রামী ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ জলিল সাহেব। তিলাওয়াত করেন হা: মঈনুল ইসলাম। সঞ্চালনা করেন মাও.গোলাম রাব্বানী মাসুম, চ্যানেল পরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজিব ভট্টাচার্য, সভাপতি বিয়ানীবাজার প্রেসক্লাব, পারভেজ আহমদ রাজু, সাধারণ সম্পাদক শাহপরান থানা প্রেসক্লাব,
তোফায়েল আহমদ,সম্পাদক বিয়ানীবাজার টাইমস টিভি, আবু তাহের রাজু, সম্পাদক এবি টিভি, সাকের মাহমুদ জসিম,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী। বাহাদুরপুর জালালিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রকীব দরবস্তী।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্ত বাতাস মিডিয়া উপদেষ্টা জনাব জাবের হোসেন, জনাব এনামুল হাসান রায়হান,জনাব ইকবাল হুসাইন,রিপোর্টার জুনাইদ আহমদ, এডিটর হালিম মাহমুদ, সহকর্মী নাঈম আহমদ, সহকর্মী রেজাউল করিম রেজা, শুভাকাঙ্ক্ষী ইমরান হাসিব, তানিম বিন সালাম,হামজা আহমদ শাফি, ইমরান মাহমুদ প্রমুখ।
এছাড়াও ছিলেন, সমাজসেবী ও মিডিয়া শুভাকাঙ্ক্ষী।
উল্লেখ্য; অনুষ্ঠানের শেষ পর্যায় প্রধান অতিথিসহ মুক্ত বাতাস মিডিয়ার দায়িত্বশীলরা বাজারে করোনাভাইরাস থেকে সচেতন থাকার জন্য সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT