ব্যারিষ্টার ইমন এবং সহধর্মীণীর করোনা মুক্তি কামনায় মধ্যনগরে দোয়া ও প্রার্থনা।

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

ব্যারিষ্টার ইমন এবং সহধর্মীণীর করোনা মুক্তি কামনায় মধ্যনগরে দোয়া ও প্রার্থনা।

 

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া মন্দিরে ও গিয়াস উদ্দিন নুরীর অস্থায়ী কার্যালয়ে ১২ এপ্রিল দুপুরে আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাঁর সহধর্মিণীর করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া কামনা ও প্রার্থনা করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামূল কবির ইমন তাঁর সহধর্মিণী নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার ফারজানা শিলা’ যেন করোনা ভাইরাস মোকাবেলায় পুনরায় সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসার প্রত্যাশায় মধ্যনগর জগন্নাথ জিউর মন্দিরে প্রার্থনা ও দোয়া কামনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে এবং প্রার্থনা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আশ্রমের পুরোহিত, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী, সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল (সভাপতি ৮২গ্রাম),মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,গোপাল সরকার,সুদীন সরকার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV