ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথপুরের শিশু শিক্ষার্থী

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথপুরের শিশু শিক্ষার্থী

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথপুর এর শিশু শিক্ষার্থী আল হুসাইন। তাঁর এই অর্জনে জগন্নাথপুরে আনন্দের বন্যা বইছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত শনিবার রাজধানী শহর ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল হুসাইন ভারসাম্য দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করেছে। এসময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে মেডেল প্রদান করা হয়। মেডেল গ্রহণকালে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে উপস্থিত ছিলেন। তাঁর এই অর্জনে জগন্নাথপুরের সর্বসাধারণের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। এমনকি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছিক্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও সুনাম অর্জনকারী শিক্ষার্থী আল হুসাইনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশা-পাশি সে যেন অদূর ভবিষ্যতে আর সুনাম বয়ে আনতে পারে এই কামনা করছেন।
এ ব্যাপারে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে বলেন, শিক্ষার্থী আল হুসাইন খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় ও ভালো।সে চতুর্থ শ্রেণির ফাস্ট বয়। জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে দ্বিতীয় স্হান অর্জন করায় আমরা গর্বিত। তিনি আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার পরে দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বিজয়ীদের মেডেল প্রদান করা হয়।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল হুসাইন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করে আমাদের উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তাঁর সাফল্যে আনন্দিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV