মধ্যনগরে অবৈধ সুদখোরের অশালীন আচরণের অভিযোগ, বিনয়ের তাড়ায় বাড়ি ছাড়া ১ ব্যবসায়ী

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

মধ্যনগরে অবৈধ সুদখোরের অশালীন আচরণের অভিযোগ, বিনয়ের তাড়ায় বাড়ি ছাড়া ১ ব্যবসায়ী

 

মধ্যনগর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদর বাজারে নামে বেনামে চলছে সুদের অবৈধ ব্যাবসা।২৪ফেব্রুয়ারী প্রায় ১২টার সময় মধ্যনগর বাজারের এক মুরগীর ব্যাবসায়ীর সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে বিনয় নামের এক সুদখোরের।
পোল্ট্রি মুরগী বিক্রি করে ৬সদস্যের পরিবার চালায় শফিকুল ইসলাম (৩৫)নামের এক ব্যাবসায়ী।তিনি জানান আমি লোক লজ্জার ভয়ে পায়ে ধরে অনুরুধ করার পরেও তাকে সুদের টাকা না দিতে পারায় অশালীন আচরণ,মারধরের হুমকি ও মুরগী সহ মালামাল নিয়ে যাবে,মা বাবা তুলে বকাবকি,টাকা নাদিলে মেরে ফেলার হুমকি দেয়। টাকার পরিবর্তে এমন ঘটনার স্বীকার হচ্ছে প্রায় সময় শফিকুল। শফিকুল ইসলাম বলেন এই তারিখে সে ৩ মাসে আমার কাছে থেকে ২০ হাজার টাকায় ৬হাজার টাকা সুদ নিয়েছে এছাড়াও পুর্বে ৫০হাজারের মতো সুদ দিয়েছি।আমি অসহায় বিধায় পেট চালাতে এনেছিলাম এখন আমার মান রাখা দায়।মা ইলেকট্রনিক্স নামে সে দীর্ঘদিন যাবৎ একাই ব্যাবসা চালিয়ে যাচ্ছে।আমার নয় শুধু, প্রতিবেশী ব্যাবসায়ী রাখাল দাস (২৬) তার সুদের টাকার জন্য দোকান ছাড়া হয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করছে। এমটাই বলছেন ব্যাবসায়ী প্রতিবেশীরা লোকজনও।সমবায়ের আওতা বিহীন হয়েও প্রকাশ্যে এমন অবৈধ সুদের রমারম ব্যাবসা করে যাচ্ছেন ধর্মপাশা উপজেলার মধ্যনগর সদরের এক ব্যাবসায়ী ব্যানারের সুদখোর বিনয় সরকার(৪২),তার সাথে কথা বললে তিনি এসব অস্বীকার করে বলেন সম্পুর্ন মিত্যা।প্রথমে বলেন আমার টাকা, পরে বলেন সমিতির, তবে এমন কিছু করি নি, তার কাছে টাকা পাই ১০হাজারের বেশী সত্য, আমাদের সমিতির টাকা। সমিতির বিষয়ে অনান্য সদস্যদের নাম জানতে চাইলে বলেন আরো সদস্য আছে,বারবার নাম জানতে চাইলে উত্তরে নাম বলতে পারেননি। বেশকিছু দিন পুর্বেও এমন অভিযোগ উঠলে গনমাধ্যমের খোঁজ নিলে খুব তারাতারি বাজারে ছড়িয়ে থাকা বইপত্র উঠিয়ে নিয়ে যায়।মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন আমাকে জানিয়েছে শফিকুল, আমার বাজারের যদি কোন ব্যাবসায়ীর সাথে এমন জুলুমজনিত আচরণ হয় তবে এই প্রথম,এর নিন্দা জানাই, চুড়ান্ত ভাবে খতিয়ে দেখা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV