মধ্যনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ৫

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

মধ্যনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ৫

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করার, অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা মধ্যনগর থানার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসাউড়া গ্রামের মৃত গোপাল কৃষ্ণ সরকারের ছেলে, জয়মনি সরকার (২৮), বিমল সরকারের ছেলে, সোহাগ সরকার(১৯), সখিচরণ সরকারের ছেলে, নিউটন সরকার (২০), নারায়ন সরকারের ছেলে, নয়ন সরকার (২২) ও নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে, নজির হোসেন (২৪)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, আটককৃত যুবকেরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ভিডিও তৈরি করে তা মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছিল। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV