মধ্যনগরে দূর্গা পূজায় দুরত্ব বজায় রেখে অঞ্জলি

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

মধ্যনগরে  দূর্গা পূজায় দুরত্ব বজায় রেখে অঞ্জলি
  1. অমৃত জ্যোতি রায়(সুনামগঞ্জ পশ্চিঃপ্রতিনিধি)সারা বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় ২৮টি পূজা মন্ডপে অাজ শুরু হয়েছে শারদীয় শ্রী শ্রী দূর্গা মায়ের পূজার্চনা।২২অক্টোবর মহা ষষ্ঠী পূজার মধ্যদিয়ে, সপ্তমী,অষ্টমী,নবমী ও ২৬অক্টোবর বিজয়া দশমী’পূজার মধ্যদিয়ে শারদীয় উৎসব দূর্গাপূজার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।মধ্যনগর থানার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনের খোলা স্থানে গোলাকার বৃত্তে সীমানা নির্ধারন করে রেখেছেন দূর্গোৎসব পরিচালনা কমিটি।যাতেকরে প্রতিটি আগত উপবাসী অঞ্জলীদাতা মানুষ আলাদা আলাদা ভাবে নিজেকে সুরক্ষিত রেখে মায়ের পায়ে ভোগ নিবেদনের মাধ্যমে পুষ্পাঞ্জলী অর্পন করতে পারেন।

এদিকে গত২০শে অক্টোবর থেকেই আবহাওয়া বৈরীভাব, ফাকে ফাকে বৃষ্টি, ঝড়ো হাওয়া, আফাল বিদ্যমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV