মধ্যনগরে ২২০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মধ্যনগরে ২২০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন পরিষদের উদ্যেগে কামাউড়া ও খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীদের মধ্যে, জাতির জনকের লগো যুক্ত স্কুল ব্যাগ বিতরণ ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালেয়ে শিক্ষার্থীদের পারাপারের জন্য নৌকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মধ্যনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিতরণী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউপির প্যানেল চেয়ারম্যান আরশাদ মিয়া ও ইউপি সচিব এ কে এম রহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাছির হাসান, বিশেষ অতিথি ছিলেন,মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার প্রমুখ।

ইউপি চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন,পর্যায়ক্রমে মধ্যনগর ইউনিয়নের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV