“মধ্যনগর সাজাপ্রাপ্ত আসামীদের আদালতে হাজির হবার আহব্বান জানান ওসি”

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

“মধ্যনগর সাজাপ্রাপ্ত আসামীদের  আদালতে  হাজির হবার আহব্বান জানান ওসি”

অমৃত জ্যোতি,ধর্মপাশা (সুনামগঞ্জ) ঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার সকল সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীদের কে নিজ দায়িত্বে, খুব দ্রুততার সহিত বিজ্ঞ আদালতে হাজির হওয়ার আহব্বান জানান, মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
মধ্যনগর থানা ও সদর ইউনিয়ন পরিষদের মুল ফলকে আসামীদের নাম উল্লেখ করে তালিকা টানিয়ে দেয়া হয়েছে।এবং মধ্যনগর থানা পুলিশের সাড়াশি অভিযান চলমান রয়েছে, মাদক নির্মুলে সবর্দাই মধ্যনগর থানা পুলিশ সচেষ্ট ভুমিকায় কার্যক্রম পরিচালনা অব্যাহত। সচেতনতার মাঝে অনুরোধ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল ফেসবুকে এ ঘোষনা দেন মধ্যনগর থানার ওফিসার ইনচার্জ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV